চিন্তিত বলিউড অভিনেতা ইমরান হাশমি। সম্প্রতি সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেতা নিজে। একমাত্র সন্তানকে নিয়ে ক্যান্সারের লড়াই লড়াটা যে মানসিকভাবে কতখানি কঠিন তা অভিনেতা বলতে বলতে চুপ হয়ে গেলেন এক মুহুর্তে।

অমিতাভ বচ্চন-পরিচালিত কৌন বনেগা ক্রোড়পতি ১১-এর একটি বিশেষ পর্বে নিজের ছেলে আয়ানের  ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের সময়কার অভিজ্ঞতা তুলে ধরেন অভিনেতা। এই সময়টা সন্তানের অভিভাবকদের জীবনের ‘কঠিন পর্ব' বলেই মনে করেন ইমরান।

প্রসঙ্গত, ২০১৪ সালে ইমরান হাশমির ছেলে আয়ানের ক্যান্সার ধরা পড়ে। মাত্র ৪ বছর বয়সে মারণ রোগে আক্রান্ত হয় আয়ান। এই বছরের শুরুর দিকে অবশ্য ইমরান ঘোষণা করেন ক্যান্সারমুক্ত হয়েছে তাঁর সন্তান। কৌন বনেগা ক্রোড়পতি ১১ তে অমিতাভ বচ্চনের সঙ্গে আড্ডা দেওয়ার সময় ইমরান হাশমি তাঁর ছেলের চিকিৎসার দিনগুলির কথা উল্লেখ করেন এবং বলেন, “আমার ছেলে আয়ানের রেমিশন পর্ব যখন চলছিল- যখন ক্যান্সার আবার ফিরে আসতে পারে, আমাদের খুব কঠিন সময় গেছে! প্রচুর ভয় পেয়েছি। পুরো প্রক্রিয়াটিই মনস্তাত্ত্বিকভাবে বিরক্তিকর।" তিনি আরও বলেন, “আমি বহু বছর ধরে পূর্ণতার কাজ দেখছি, আমার ছেলেও পাঁচ বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়েছিল এবং পরে আমার মা'ও এই রোগে আক্রান্ত হন। কোনও পরিবারের কেউ ক্যান্সারে আক্রান্ত হলে মানসিকভাবে ওই পরিবার বিধ্বস্ত হয়ে পড়ে।”

Find out more: