ফের আকাশ ছোঁয়া সবজি বাজার। একের পর অগ্নিমূল্য বেড়েছে চলেছে। পেঁয়াজের পর এবার টমেটো। বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমলেও নেহাত আকাশছুঁল টমেটোর দাম।
শহর কলকাতা থেকে মফস্বলের বাজারে একেক জায়গায় একেক রকম দাম। প্রতি কেজি ৮০ টাকা দরে বিকোচ্ছে টমেটো। রাজধানীতে টমেটোর দাম আরও বেশি। সাধারণ বাজারে প্রতি কেজি ৮০-১০০ টাকায় বিকোচ্ছে এই সবজি।
তবে মাদার ডেয়ারির সফল দোকানগুলিতে টমেটোর দাম রাখা হয়েছে প্রতি কেজি ৫৮ টাকা। জানা গিয়েছে, দেশের যে রাজ্যগুলিতে টমেটো উৎপাদন করা হয়, সেখানে বিগত কয়েকদিনের ভারী বৃষ্টির কারণেই উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে বন্ধ হয়ে গিয়েছে সরবরাহ। তার জেরেই টমেটোর দাম আকাশ ছুঁয়েছে। সরকারি তথ্য সূত্রে খবর, গত ১ অক্টোবর দিল্লিতে টমেটোর দাম ছিল প্রতি কেজিতে ৪৫ টাকা। বুধবারও টমেটো প্রতি কেজি ৫৪ টাকায় বিক্রি হয়েছে। টমেটোর দাম তুলনামূলক কম মুম্বইয়ে। সেখানে প্রতি কেজি ৫৪ টাকায় বিক্রি হচ্ছে টমেটো।