২০২০-র প্রথম দিনে মোদী সরকারের উপহার এক ধাক্কায় বেড়ে গেল গ্যাসের দাম অনেকটাই । মধ্যবিত্তের মাথায় হাত । ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল। ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়ানো হয়েছে। ১৪.২ কেজি সিলিন্ডার পিছু ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম হয়েছে ৭১৪ টাকা। বছরের শুরুতে মূল্যবৃদ্ধি ইস্যুকে হাতিয়ার করে আসরে নেমে বিরোধীদের কটাক্ষ, ‘‘এটা মোদী সরকারের নতুন বছরের উপহার’’।
অন্যদিকে, বিমান জ্বালানির দামও ঊর্ধ্বমুখী। ২.৬ শতাংশ বেড়েছে বিমান জ্বালানির দাম। দিল্লিতে অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েলের (এটিএফ) নয়া দাম কিলোমিটার পিছু ৬৫,৩২৩.৭৬ টাকা। উল্লেখ্য, মঙ্গলবার সন্ধেয় ট্রেন ভাড়া বাড়ায় মোদী সরকার।
রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। কংগ্রেসের তরফে বলা হয়েছে, এরফলে সাধারণ মানুষ আরও গভীর আর্থিক সংকটে পড়বে। কংগ্রেস মুখপাত্র সুস্মিতা দেব বলেছেন, এমন সময় দাম বাড়ানো হল, যখন দেশে অর্থনীতির টালমাটাল অবস্থা। তিনি আরও বলেন, ‘‘সাধারণ মানুষের জন্য এটা কি নতুন বছরের উপযুক্ত উপহার!’’ সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, ‘‘মোদী সরকার নতুন বছর শুরু করল। রেল ভাড়া বাড়ানো হল, তারপর সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসে থাবা বসাল’’। টুইটারে ইয়েচুরি কটাক্ষের সুরে লিখেছেন, ‘‘মোদী সরকারের নতুন বছরের উপহার’’।

Find out more:

gas