কেরল, কাশ্মীরের পর এবার পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের উদ্যোগে বিদেশি পর্যটকদের কাছে শহরের আকর্ষণ বাড়াতে হাউসবোটের আয়োজন করলো। শুক্রবার এই হাউসবোটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গঙ্গাশ্রী এবং জলশ্রী নামের এই হাউসবোট দু’টির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই হাউসবোটের মধ্যে রয়েছে বিলাশবহুল ঘর,সুসজ্জিত ডাইনিং রুম।
মূলত কর্পোরেট অনুষ্ঠান আয়োজন করা যাবে এই হাউসবোটে। এই হাউসবোটের ব্যাপারে বিস্তারিত দেখেনিন একনজড়ে।
সকাল থেকে রাত ১১ টা এই হাউসবোট ভাড়া করা যাবে। ঘন্টায় ভাড়া ৫০০০ টাকা। সেই সঙ্গে যোগ হবে ৫০০ টাকা জেটি ভাড়া এবং ৫ শতাংশ জিএসটি। শনিবার,রবিবার এবং সরকারি ছুটি ছাড়া ১৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। অন্তত ৩ ঘন্টার জন্য এই হাউসবোট ভাড়া নেওয়া যাবে।
বাবুঘাট জেটি থেকে এই হাউসবোট ছাড়বে।
বিবাদি বাগে পশ্চিমবঙ্গ পর্যটনের অফিস থেকে এই বোট বুক করা যাবে। বুকিং-এর সময়-সকাল ১০:৩০ থেকে বিকেল ৪:৩০ (সোম থেকে শুক্র),সকাল ২০:৩০ থেকে দুপুর ২ টা (শনিবার)। যোগাযোগ নম্বর ২২৪৩৬৪৪০