বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচাকে জি.আই স্বীকৃতি দিতে বিশেষ উদ্যোগ নিলো রাজ্যে সরকার। সোমবার বর্ধমানের মিষ্টিহাবে জি আই রেজিষ্টেশন, পেটেণ্ট গ্রহণ এবং উৎপাদিত মালের গুণগত মান প্রভৃতি বিষয়ে বিশেষ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল।
বৈঠকে উপস্থিত ছিলেন সায়েন্স ও বায়োসায়েন্স টেকনোলজির প্রিন্সিপাল সেক্রেটারি বরুন রায়, আই.আই.টি খড়গপুরের প্রফেসার প্রবুদ্ধ গাঙ্গুলি, জেলাশাসক বিজয় ভারতী সহ বিভিন্ন আধিকারিকরা। এদিন বক্তারা জি আই পাওয়া সীতাভোগ, মিহিদানার গুণগত মানের পাশাপাশি বর্ধমানের শক্তিগড়ের ল্যংচাকে জিআই স্বীকৃতির বিষয় নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে আউশগ্রামের ডোকরা সহ বিভিন্ন গ্রামীণ শিল্পকে কিভাবে জি আই রেজিষ্টেশন দেওয়া যায় এবং তার জন্য উদ্যোগীদের কি কি করতে হবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।