বড়সড় সাফল্য অসম সরকার ও রাজ্যের নিরাপত্তা বাহিনীর। একসঙ্গে ৬৪৪ জন জঙ্গি আত্মসমর্পণ করলেন। তাও আবার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়ালের উপস্থিতিতে। বৃহস্পতিবার আটটি সংগঠনের ৬৪৪ জন জঙ্গি জীবনের মূলস্রোতে ফেরার লক্ষ্যে তাদের হাতিয়ার ত্যাগ করেন।

এর আগে অসমে একসঙ্গে এত সংখ্যক জঙ্গি কখনও আত্মসমর্পণ করেননি। এদিন ওই ৬৪৪ জনের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘অসমের উন্নয়নের স্বার্থে যে আপনারা মূলস্রোতে ফিরে এসেছেন, তাতে মানুষ খুশি। গণতন্ত্রে যাঁদের বিশ্বাস আছে, তাঁদের কাছে আপনারা অনুপ্রেরণা।’ অন্যদিকে এখনও যারা সন্ত্রাসের পথেই রয়েছেন, তাঁদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখনও যারা মূলস্রোতের বাইরে রয়েছেন, তাঁদের আমি এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশকে শক্তিশালী করে তুলতে আপনারা যোগ দিন। শান্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়।’ এদিন এনএলএফবি’র ৩০১ জন জঙ্গি আত্মসমর্পণ করেন। তাছাড়া এডিএফের ১৭৮ জন, এনএসএলএ’র ৮৭ জন, ইউএলএফএ(আই)’র ৫০ জন, আরএনএলএফের ১৩ জন, এনডিএফবি’র আটজন, কেএলও’র ছ’জন এবং একজন মাওবাদী আত্মসমর্পণ করেন।

Find out more: