শনিবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর বাজেট পেশ করতেই ধস নেমেছে শেয়ার বাজারে। এবার এলআইসি (LIC) বা জীবনবিমা নিগমে নিজের শেয়ারের একাংশ বিক্রি করে দিচ্ছে সরকার। কেন্দ্রীয় বাজেট (Budget 2020) পেশ করার সময় এই ঘোষণা করলেন অর্থমন্ত্রী।
এদিন তিনি বাজেট ভাষণে জানান, ‘‘সরকার এলআইসিকে স্টক এক্সচেঞ্জের তালিকায় রাখতে চলেছে।'' সরকারের এই সিদ্ধান্ত হতে চলেছে সাম্প্রতিক সময়ে দেশের সবচেয়ে বড় বেসরকারিকরণের ঘটনা। আগামী এপ্রিল মাস থেকে শুরু হতে চলা অর্থবর্ষে এলআইসিকে তালিকাভুক্ত করতে চলেছে সরকার। এলআইসির আংশিক বেসরকারিকরণ দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে বড় বিলগ্নিকরণের প্রস্তাব হতে চলেছে।
স্টক এক্সচেঞ্জে সংস্থাগুলির তালিকা তৈরি কঠিন হয়ে পড়েছে। কেননা রিয়েল এস্টেট, শিল্প ইত্যাদিতে বড় বিনিয়োগ থাকার অর্থ মূল্যায়নের জন্য তা সময় সাপেক্ষ। এমনটাই জানিয়েছেন এক আধিকারিক।