কেন্দ্রের মোদী সরকারের হেলদোল নেই BSNL-এর পুনরুদ্ধারে। সরকারের এমন উদাসীনতার অভিযোগে বারবার সবর হয়েছেন কর্মীরা। তবে থোড়াই কেয়ার কেন্দ্রের। এবার  সরকারের এমন মনোভাবের প্রতিবাদে আজ সোমবার, ২৪ ফেব্রুয়ারি দেশজুড়ে অনশনে বসছেন। BSNL কর্মী-সংগঠনগুলির যৌথ মঞ্চ 'অল ইউনিয়নস অ্যান্ড অ্যাসোসিয়েশনস অব বিএসএনএল' (AUAB) এই ধর্মঘটের ডাক দিয়েছে।

 ২০১৯ আর্থিক বছরে সংস্থার লোকসানের পরিমাণ ছিল ১৪,০০০ কোটি টাকা। এই পরিস্থিতিতে গত বছর ২৩ অক্টোবর BSNL এবং MTNL-এর জন্য ৬৯,০০০ কোটি টাকার পুনরুজ্জীবন প্যাকেজ অনুমোদন করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল 4G স্পেকট্রাম বরাদ্দ এবং স্বেচ্ছাবসর প্রকল্প (VRS) এবং সম্পদের নগদীকরণ।কর্মী সংগঠনগুলির অভিযোগ, এখনও পর্যন্ত VRS ছাড়া BSNL-এর পুনরুজ্জীবন রূপরেখার কোনও শর্ত পূরণ করছে না কর্তৃপক্ষ। গত চার মাসে ৭৮,৫৬৯ জন কর্মচারীকে VRS দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পূর্ব ঘোষণা অনুসারে 4G স্পেকট্রাম বরাদ্দ এখনও বিশবাঁও জলে। একইভাবে সংস্থার তহবিলের সংগ্রহের জন্য কোনও পদক্ষেপ করছে না কেন্দ্রীয় সরকার। এই সমস্ত ইস্যুতে ২৪ ফেব্রুয়ারি দেশজুড়ে অনশনে বসার ডাক দিয়েছেন রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মচারীরা।

Find out more: