কথাটা শুনে একটু খটকা লাগতে পারে আপনারও তবে এটা স্বাভাবিক।‌ বাইশ গজের ময়দানের  পর এবার বলিউডে ধোনি।  তিনি সবসময়ই জনপ্রিয়তার শীর্ষে, ক্রিকেটে‌ অবসরের পর দেশের নিরাপত্তার ভার কাঁধে নেন। কাঁধে কাঁধ মিলিয়ে জওয়ানদের সঙ্গে পাহারা দিয়েছেন ভূস্বর্গের উপত্যকায়। হ্যাঁ এতক্ষণ ধরে  মহেন্দ্র সিং ধোনির কথা বলছিলাম। তিনি এখন পা বাড়াচ্ছেন বলিউডে। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। তবে  সম্ভবত প্রোডিউসারের ভূমিকায় দেখা যাবে তাকে।  প্রোডিউসার হিসেবে তিনি তার সফর  জন আব্রাহামের ফিল্মের সঙ্গে করতে পারেন। তবে দেখার বিষয় এটাই বাইশ গজের মতো মুম্বাইয়ের ময়দানে তার এন্টি কেমন হয়! ক্রিকেট থেকে অবসর নেওয়া নিয়ে তার বিরুদ্ধে চলছিল অনেক জল্পনা।এর মধ্যে একটি বড়ো খবর বলিউডে পা রাখতে চলেছেন তিনি। বেশ কিছু দিন আগে তাকে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে দেখা গিয়েছিল। সেই ভিডিও ভাইরাল ও হয়  সোশ্যাল মিডিয়ায়। যদিও বলিউডের সঙ্গে ধোনি র সম্পর্কটা আজকের নয়। ফ্লিম ইন্ডাস্ট্রিতে যুক্ত আছেন তাঁর বেশ কয়েকটি বন্ধুও

Find out more: