ফেসবুক আর ক্রিকেট, বর্তমান সমাজে দুটিই বেশ জনপ্রিয়। আর সেই দুই জনপ্রিয় বিষয় এবার একে অপরের সাথে গাটছাড়া বেঁধে নিল। ২০২৩ সাল পর্যন্ত ভারতীয় উপমহাদেশে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর বিভিন্ন ইভেন্টের ডিজিটাল উপাত্ত সত্ব লাভ করল ফেসবুক। বৃহস্পতিবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে একথা জানানো হয়েছে। এই চুক্তির আওতায় ২০২০ ও ২০২২ সালের পুরুষ টি-২০ বিশ্বকাপ, ২০২৩ সালের ৫০ ওভারেরর বিশ্বকাপ এবং ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালও অন্তর্ভুক্ত রয়েছে।এই চুক্তির ফলে ফেসবুক আগামী চার বছর ধরে তাদের বিভিন্ন প্লাটফর্মে ম্যাচের সংক্ষিপ্ত বিবরণী, খেলার গুরুত্বপুর্ন মুহূর্ত এবং বিভিন্ন ম্যাচের প্রতিবেদন উপস্থাপন করতে পারবে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি’র প্রধান নির্বাহী মনু শানে বলেন, ‘বিশ্ব ক্রিকেট পরিবারে আমরা ফেসবুককে সানন্দে গ্রহণ করছি। আমাদের এই ক্রীড়ায় আগামী কয়েক বছর তারাই হবে আমাদের বহুমুখী বিপননের প্রধান অংশীদার। তারাই হবে বিশ্বব্যাপী বহুল প্রচারিত আমাদের এই ক্রীড়ার সর্ববৃহৎ মঞ্চ। ফলে আমাদের এই খেলার ভবিষ্যৎ নিয়ে আমরা রোমঞ্চিত।’ আইসিসি সুত্রে খবর, দিনদিন স্যোশাল নেটওয়ার্কিং সাইট হিসেবে ফেসবুকের জনপ্রিয়তা বেড়েই চলেছে। অন্যদিকে বর্তমান ব্যাস্ত সমাজে আপমর জনতা ক্রিকেট খেলা দেখতে আগ্রহী হলেও বাস্ততার কারণে তারা টেলিভিশানের সামনে বসতে পারেন না। তারাও চান হাতের মুঠোতে বা মোবাইল ফোনের মাধ্যমে কাজের ফাঁকেই খেলা টা উপভোগ করতে। সেই ভাবনা চিন্তা থেকেই এই চুক্তি বলে জানা গিয়েছে।


Find out more:

icc