সোমবার তিরুবনন্তপুরম-এ সাব কালেক্টরের পদ গ্রহণ করেছেন দেশের প্রথম অন্ধ মহিলা আইএএস অফিসার প্রাঞ্জল পাটিল। তিনি বলেছেন, "আমার কাজের সময় আমি জেলা সম্পর্কে আরো জানার চেষ্টা করব এবং উন্নতির জন্য পরিকল্পনা করব।" প্রাঞ্জল মহারাষ্ট্রের উল্লাসনগর এর বাসিন্দা, ২০১৬ সালে ইউপিএসসির জন্য যোগ্যতা অর্জন করেন এবং ৭৭৩ তম স্থান অধিকার করেন।
৩০ বছরের প্রাঞ্জল ২০১৭ সালে তার র্যাঙ্কিংয়ের উন্নতি করেন এবং ১২৪ তম স্থান অর্জন করেন।২০১৮ সালে প্রশিক্ষণের পরে প্রাঞ্জল কেরালার এর্নাকুলামে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হিসেবে প্রশাসনিক জীবন শুরু করেন।
প্রাঞ্জল জানান ছয় বছর বয়সে তার দৃষ্টিশক্তি চলে গেছে কিন্তু তিনি আশা ছাড়েননি। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ওপর গ্রাজুয়েশন সম্পূর্ণ করেন। আর ইন্টারন্যাশনাল রিলেশন বিষয়ে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে এমএ কমপ্লিট করেন। তিনি আরো বলেন,"আমাদের কখনোই হাল ছাড়া উচিত নয় কারণ আমাদের প্রচেষ্টায় কেবল আমাদের সফল করে তুলতে সক্ষম।"