লোকসভা নির্বাচনে সারা রাজ্য একটাও আসন দখল করতে পারেনি লাল শিবির। তবে কংগ্রেস আসন দখল করলেও তা নজিরবিহীন। তবে আসন্ন বিধানসভার আগে তৎপরতায় বাম ও কংগ্রেস।
আসন্ন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে রাজ্যের শাসক-বিরোধী সব দলই এখন ব্যস্ত নিজেদের রণনীতি ঠিক করতে। তবে তার আগেই রাজ্যে হতে চলেছে বিধানসভার উপনির্বাচন।
সেই উপনির্বাচনেও  "হাত"-এ উঠে আসবে "কাস্তে-হাতুড়ি"। মঙ্গলবার সেই লক্ষ্যেই সিপিআই (এম) -র নেতৃত্বাধীন বামফ্রন্ট পশ্চিমবঙ্গ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে রাজ্যে আসন্ন বিধানসভা উপ-নির্বাচনের জন্য যৌথ আন্দোলনের পদ্ধতি এবং প্রচারের পদ্ধতি নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে।
বামফ্রন্টের সূত্র মতে, আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করে যৌথ আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবে তাঁরা। নির্ধারণ করা হবে একটি সাধারণ ন্যূনতম কর্মসূচি (সিএমপি)। উপনির্বাচনে লড়ার জন্যে আগামী ২৫ নভেম্বর দুই দলের প্রার্থীদের যৌথ নাম ঘোষণাও হবে।


Find out more: