আর কিছুক্ষণ বাদেই শুরু হবে প্রতীভোজ তার আগেই বর-কনে দু’পক্ষের মধ্যে শুরু হয়ে গেল খণ্ডযুদ্ধ। এমনই একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে মহিলা, পুরুষ সবাই চেয়ার, টেবিল ছুঁড়ে একে অপরের মারছেন। অবস্থা এমন পর্যায়ে পৌঁছয়, স্থানীয় পুলিশকে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়।
সম্প্রতি ট্যুইটারে এমন একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে।ঘটনাটি তেলঙ্গানার সূর্যপেট জেলায় ঘটেছে। জানা গেছে সূর্যপেটের কোদাদ এলাকার অজয়ের সঙ্গে বিয়ের ঠিক হয়পাশের রাজ্য অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার ইন্দ্রজা-র। সবই ঠিকঠাক চলছিল। রীতি মেনে ২৯ অক্টোবর অজয়-ইন্দ্রজার বিয়েও হয়ে যায়। সেই দিনই দু’ পক্ষের নিমন্ত্রিতরা জড়ো হন প্রীতিভোজের জন্য।
জানা গিয়েছে অনুষ্ঠানে গান বাজনার জন্য ডিজে-র আয়োজন করা হয়েছিল। চুক্তি মতো ডিজের গান বাজানোর সময় পেরিয়ে যাওয়ায় তা বন্ধ হয়ে যায়। কিন্তু তারপরেও অনুষ্ঠানে গান চালানোর দাবি করে বরপক্ষ। কিন্তু কনে পক্ষ বলে, দেরি হয়ে গিয়েছে এখন আর সম্ভব নয়। এই নিয়ে দু’ পক্ষের বাদানুবাদ শুরু হয়, সেখান থেকে শুরু হয় হাতাহাতি, খণ্ডযুদ্ধ।


Find out more: