সিপিএম কংগ্রেস আগামী দিনে ধারাবাহিকভাবে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে । প্রয়োজন হলে সিপিএমের লং মার্চেও থাকবে কংগ্রেসের পতাকা । যা এক প্রকার নজীরবিহীন । ধর্মীয় ফ্যাসীবাদ ও স্বৈরাচারি সরকারের বিরুদ্ধে লড়াই চলবে । উপনির্বাচনে জোট শুধু নয় , এই সমঝোতা সারা বছর থাকবে বলে মন্তব্য করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । রবিবার তিনি মেদিনীপুরে সুকুমার সেনগুপ্ত স্মারক বক্তব্য রাখতে গিয়ে একথা বলেছেন ।
সূর্যকান্ত মিশ্রের এই বক্তব্যের পর আর কোনো রকম লুকোনো ছাপানো নয় প্রকাশ্যে সিপিএম –কংগ্রেস জোট হয়ে গেল । তাঁর এই বার্তা থেকে স্পষ্ট উপনির্বাচনে ফল যাইহোক আগামী দিনে দুই রাজনৈতিক দলের জোট অব্যাহত থাকবে । আর এটাই চেয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । সোমেন বাবু এর আগে বহুবার বলেছেন , শুধু নির্বাচনী জোট নয় , সরকারের বিরুদ্ধে সবরকম আন্দোলনে থাকবে এই জোট । সোমেনের কথাতেই আলিমুদ্দিন কর্তারা সিলমোহর দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।


Find out more: