শনিবার অযোধ্যা মামলার রায় নিয়ে বেরিয়েছে । সেই মামলার প্রতিক্রিয়া যখন দেশের সব রাজনৈতিক দল স্বাগত জানাচ্ছে ঠিক তখনই রায় নিয়ে অসন্তোষ ব্যক্ত করলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী । তিনি বলেছেন , আজকের দিনে গান্ধী হত্যার বিচার হলে , খুনি নাথুরাম গডসেকেও দেশভক্ত বলে উল্লেখ্য করত সুপ্রিম কোর্ট ।
আজ অযোধ্যা মামলার রায় ঘোষণা পর দিনভর উত্তেজনা বজায় ছিল গোটা দেশে। সুপ্রিম কোর্টের রায়কে নে যখন একে একে সমর্থন করতে এগিয়ে আসছেন রাজনীতিকরা, ঠিক সেইসময়ই একের পর এক টুইটে ক্ষোভ উগড়ে দেন তুষার গাঁধী। প্রথমে তিনি লেখেন, ‘সুবিচার নয়, সব আসলে রাজনীতি।’
তার পরই জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যার প্রসঙ্গ টেনে এনে লেখেন, ‘আজকের দিনে সুপ্রিম কোর্টে নতুন করে যদি গাঁন্ধী হত্যা মামলার শুনানি শুরু হলে, খুনি নাথুরাম গডসেকেও  কিন্তু দেশভক্ত বলে উল্লেখ করা হত।’
অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায় যে একেবারেই তাঁর মনঃপুত হয়নি, তা-ও জানিয়ে দেন তুষার গাঁধী। টুইটারে তিনি লেখেন, ‘সুবিচার তখনই হত, যদি যে কোনও একটি সংগঠনের গড়ে তার হাতেই অযোধ্যায় মন্দির এবং মসজিদ নির্মাণের দায়িত্ব তুলে দিত সুপ্রিম কোর্ট।’ কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টের রায় মেনে নেওয়া ছাড়া উপায় নেই বলেও মন্তব্য করেন তিনি। আজকের দিনে !


Find out more: