মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি করতে চলেছে কেন্দ্র বলে সূত্রের খবর । শিবসেনাকে সরকার গড়ার জন্য মাত্র ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছিল , গতকাল আবার এনসিপিকে সরকার গড়ার জন্য ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছে । তাদের সময় সীমা শেষ হচ্ছে আজ রাত সাড়ে আটটায় । তার মধ্যে সরকার গড়তে না পারলে রাজ্যপাল রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে বলে জানা গেছে । রাজ্যপাল ইতিমধ্যে এ বিষয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর ব্রাজিল সফর পিছিয়ে দিয়ে মন্ত্রীসভার বৈঠক ডেকেছেন বলে খবর ।
তবে এত সহজে হার মানতে রাজি নয় শিবসেনা । উদ্ধব ঠাকরে এবার রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছে । এই মামলা লড়বেন কংগ্রেস নেতা ও প্রখ্যাত আইনজীবী কপিল সিব্বল ।
শিবসেনার নেতাদের অভিযোগ, সরকার গঠনের জন্য রাজ্যপাল বিজেপিকে তিন দিন সময় দিলেও, শিবসেনাকে মাত্র এক দিন অর্থাৎ ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এমনকি সময়সীমা বা়ডিয়ে ৪৮ ঘণ্টার করার আর্জি জানানো হলেও, তাতে রাজ্যপাল কর্ণপাত করেননি বলেও উদ্ধব ঠাকরেদের অভিযোগ। সোমবার রাজভবন থেকে বেরিয়েও উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরের মুখেও সেই কথাই শোনা যায়। তিনি বলেন, ‘‘রাজ্যপালের কাছে সময় বাড়ানোর জন্য আবেদন জানিয়েছি। কিন্তু তিনি তা মঞ্জুর করেননি। তবে মহারাষ্ট্রে স্থায়ী সরকার গঠনের প্রক্রিয়া থেকে আমরা সরছি না।’’