বিধায়ক হয়েছেন ২০১১ সালে। রাজনীতিতে একেবারে আনকোরা হয়েও আত্মপ্রকাশ করেছিলেন ‘জায়ান্ট কিলার’ হিসেবে। কিন্তু গত দু’তিনটে সপ্তাহে যে পরিমাণ রাজনৈতিক তৎপরতা দেখিয়েছেন তিনি, রায়দিঘির ‘মুকুটহীন রাজা’কে হারানোর সময়েও ততটা দেখাতে হয়নি। রাজনীতির মাঠে তাঁর ব্যক্তিগত সক্রিয়তা দেখা গেল এই প্রথম বার। আর তৎক্ষণাৎই সব পথ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল।
দেবশ্রী রায় এখন ঘরেরও নন, পরেরও নন। সেই দশা কাটাতে মরিয়া হয়ে নিজের নাগালে থাকা সব দরজায় কড়া নাড়ছেন রায়দিঘির বিধায়ক। পরিস্থিতি এমনই যে, তাঁর হয়ে বিজেপি নেতৃত্বের কাছে দরবার করতে হয়েছে এক তৃণমূল সাংসদকেও। তবু ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।
আট বছর ধরে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য দেবশ্রী রায়। গোটা দক্ষিণ ২৪ পরগনায় এককালের দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা হিসেবে পরিচিত ছিলেন যিনি, সেই কান্তি গঙ্গোপাধ্যায়কে ২০১১ সালে হারিয়ে দিয়েছিলেন দেবশ্রী রায়। কস্মিন কালেও রাজনীতির সঙ্গে সংযোগ না থাকা এক অভিনেত্রী হারিয়ে দেবেন তদানীন্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকে, ভাবতে পারেননি সে বার অনেকেই।