আজ শনিবার খুলে গেল কেরলের ঐতিহ্যমণ্ডিত শবরীমালা মন্দির। দীর্ঘ ৪০ দিনের বার্ষিক তীর্থযাত্রার সময় নিয়ে সতর্ক রয়েছে কেরলের বাম সরকার।  শবরীমালা মন্দির কোনও আন্দোলন করার জায়গা নয়, ফলে এখানে কোনও আন্দোলন-বিক্ষোভ মেনে নেওয়া হবে না, আগেই জানিয়ে দিল সে রাজ্যের প্রশাসন।
পাশাপাশি শবরীমালায় যেতে ইচ্ছুক কোনও মহিলা আন্দোলকারী, বা রাজনৈতিক নেত্রীকে কোনও রকম পুলিশি নিরাপত্তা আলাদা করে দেওয়া হবে না, তাও জানিয়েছে সরকার।
 ২০১৮ সালে সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে ওই মন্দিরে সব বয়সের মহিলাদেরই প্রবেশের অনুমতি দেয়। কিন্তু সেই রায় পুনর্বিবেচনার আবেদন জমা পড়ে শীর্ষ আদালতে। বর্তমানে ওই আবেদন পুনর্বিবেচনা করে দেখার জন্যে ৭ বিচারপতির বেঞ্চে পাঠানো হয়েছে। তবে যতক্ষণ না ৭ বিচারপতির বেঞ্চ সুপ্রিম কোর্টের আগের রায় পর্যালোচনা করছে, ততক্ষণ পর্যন্ত সব বয়সের মহিলাদেরই প্রবেশাধিকার থাকছে শবরীমালায়। আজ (শনিবার) বিকেল ৫টার সময় খোলা হবে ঐতিহ্যমণ্ডিত ওই মন্দিরটি । ওই এলাকায় দশ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করেছে কেরল সরকার, মন্দির চত্বরের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।


Find out more: