ভালোবাসায় প্রেমিক প্রেমিকাকে ফিরে পেতে ধর্না যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। প্রেমিকার বাড়ির বাইরে ধরনা দিয়ে প্রথম দৃষ্টান্ত স্থাপন করেছিলেন জলপাইগুড়ির অনন্ত বর্মণ। ছেড়ে যাওয়া প্রেমিকাকে ফেরৎ পেতে প্ল্যাকার্ড হাতে প্রেমিকার বাড়ির সামনেই ধর্নায় বসেছিলেন তিনি। প্রেম ফেরানোর সেই যুদ্ধে অবশ্য প্রেমিকেরই জয় হয়েছিল। সেই প্রেমিকাকেই বিয়ে করেছিলেন অনন্ত। এবার একই পন্থা অবলম্বন করলেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের যুবক রকি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুর থেকে শহরের কাটানধারের বাসিন্দা ‘প্রেমিকা’ তনুশ্রী ঘোষের বাড়ির সামনে ধর্ণায় বসলেন কুরবান তলার রকি রজকের। হতভাগা প্রেমিকের দাবী, তাদের দু’জনের মধ্যে দীর্ঘ ন’বছরের সম্পর্ক। গত অক্টোবর মাস থেকে তাদের সম্পর্কের অবনতি ঘটে। এখন প্রেমিকা তনুশ্রী ঘোষে তাকে বিয়ে করতে রাজী না হওয়ায় সে ধর্ণায় বসতে বাধ্য হয়েছে।

 ‘প্রেমিকার বাড়ির সামনে প্রেমিক ধর্ণায় বসেছে’ খবর মুহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর প্রচুর মানুষ ভীড় করেন। মুহূর্তের মধ্যে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ। যদিও ‘প্রেমিকা’ তনুশ্রী ঘোষের মা মালতী ঘোষ রকির দাবী সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার দাবী, তার মেয়ের সঙ্গে ঐ যুবকের কোন সম্পর্ক ছিলনা। শুধুমাত্র বদনাম করার জন্যই সে এইসব কাণ্ড করছে।

Find out more: