কংগ্রেসের বিরুদ্ধে হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগে আয়কর দফতর নোটিশ দিল ।আয়কর দফতর সূত্রে দাবি করা হয়েছে , হায়দরাবাদের এক সংস্থা কংগ্রেসকে ১৭০ কোটি টাকা দিয়েছে। অভিযোগ এই টাকা দেওয়া হয়েছে হাওয়ালার মাধ্যমে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এসম্পর্কে কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্রের খবর অনুযায়ী, হায়দ্রাবাদের পরিকাঠামো সংস্থা মেঘা ইনফ্রাস্ট্রাকচার কংগ্রেসকে ১৭০ কোটি টাকা দিয়েছে। এই নিয়েই নোটিশ দেওয়া হয়েছে কংগ্রেসকে। সূত্রের আরও খবর, নভেম্বরে বেশ কয়েকজন সিনিয়র কংগ্রেস নেতাকে এই নিয়ে সমন পাঠানো হয়েছিল আয়কর বিভাগের তরফ থেকে। তবে কোনও নেতাই সমনে সাড়া দেননি। জানা গিয়েছে ওই কোম্পানির সম্পত্তির পরিমাণ প্রায় ৩ হাজার কোটি টাকা। আয়কর বিভাগ বিষয়টি নিয়ে আরও তদন্ত করছে। এই কোম্পানির টাকা আরও কে কে উপকৃত হয়েছেন, তাও খতিয়ে দেখছে আয়কর বিভাগ।