বাবরি মসজিদ সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনা করার জন্য ৫ সদস্যের বেঞ্চে যে আবেদন করেছিল মুসলিম পার্সোনাল ল’বোর্ড ও জমিয়ত উলামায়ে হিন্দ তা আজ বিচারপতিদের বেঞ্চে রুদ্ধদ্বার কক্ষে শুনানী হয় । সেই শুনানীতে এ সংক্রান্ত সবকটি আবেদন খারিজ দিয়েছে সুপ্রিম কোর্ট । ফলে বাবরি মসজিদ মালারর যে রায় ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট দিয়েছিল তা বজায় থাকল । রাম মন্দির নির্মাণ করতে আর কোনো সমস্যা হবে না ।
আজ বৃহস্পতিবার রায় পুনর্বিবেচনার আর্জির শুনানি হয় ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে। এদিন ‘ইন চেম্বার’ (বিচারপতির চেম্বারে শুনানি হয়। সংবাদমাধ্যম ও কোনও সাধারণ মানুষ অংশ নিতে পারেন না এই শুনানিতে) শুনানিতে রিভিউ পিটিশনের আর্জি খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায় ঘোষণা করে দেশের সর্বোচ্চ আদালত। রায়ে বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের নির্দেশ দেয় শীর্ষ আদালত। পাশাপাশি মসজিদ নির্মাণের জন্য বিকল্প হিসেবে ৫ একর জমির কথা বলা হয়েছে। অযোধ্যার রায়ের পর ১৮টি রিভিউ পিটিশন জমা পড়ে। তবে হিন্দু মহাসভার পক্ষ থেকে মসজিদ তৈরি জন্য যে পাঁচ একর জমি দিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল তার বিরোধিতা করে যে আবেদন জমা পড়ে তাও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ।

Find out more: