দেশের নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে চারিদিকে। নিশ্চুপ কেন্দ্রীয় সরকার। আজ এর জেরে উত্তাল হল লোকসভা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্য করেন 'রেপ ইন ইন্ডিয়া' এর জেরে লোকসভায় বিক্ষোভ দেখান বিজেপির সাংসদরা। তবে এবার ঐতিহাসিক সিদ্ধান্ত অন্ধ্রপ্রদেশ সরকারের।
আজ শুক্রবার অন্ধ্রপ্রদেশের বিধানসভায় পাশ হল নয়া বিল। অন্ধ্রপ্রদেশের নতুন ধর্ষনের আইন সংক্রান্ত বিল 'দিশাস'-এ পরিষ্কার করে বলা হচ্ছে যে, ২১ দিনের মধ্যেই ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে হবে।
জগন্মোহন রেড্ডির রাজ্যে নতুন যে আইন বলবৎ হল তার পোশাকি নাম 'অন্ধ্রপ্রদেশ দিশাস অ্যাক্ট ক্রিমিনাল ল'। তেলেঙ্গানায় কিছু দিন আগেই এক পশু চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। গোটা দেশ উত্তাল হয়ে যায় সেই কাণ্ডে। আর পড়শি রাজ্যেরই এমনতর কাণ্ডে নয়া আইন আনতে উঠেপড়ে বসে অন্ধ্রের জগন্মোহন রেড্ডির সরকার।