আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তথা সড়ক পরিবহণমন্ত্রী মোমেনের কথা সঙ্গে সুড় মিলিয়ে দেশটির বিদেশমন্ত্রীও জানালেন, ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থাকলে তাদের ফেরত আনা হবে। জোর করে কাউকে বাংলাদেশে ফেরত পাঠাবে না বলে দিল্লির কাছে আশ্বাস পেয়েছেন বলেও জানান তিনি। ২৪ ডিসেম্বর মঙ্গলবার সিলেটে বিজিবির অভিযানে বাজেয়াপ্ত করা মাদকদ্রব্য ধ্বংসের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে ভারতের নাগরিকপঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কথা বলেন বিদেশমন্ত্রী।
তিনি বলেন, যথাযথ প্রক্রিয়ায় তাদের বাংলাদেশে ফেরত আনা হবে। আসামের নাগরিকপঞ্জি প্রকাশের পর ভারত থেকে সীমান্ত দিয়ে কিছু মানুষকে বাংলাদেশে পুশব্যাক করার ঘটনাও ঘটেছে।
তিনি আরও বলেন, “সেখানে থাকা কাউকেই বাংলাদেশে পুশইন করা হবে না বলে ইতোমধ্যে ভারত আমাদের আশ্বস্ত করেছে। ভারত বারবার বলেছে, কাউকে জোর করে বাংলাদেশে পাঠানো হবে না। এর আগে গৃহমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল স্বীকার করেছিলেন যে ভারত থেকে পুশব্যাকের চেষ্টা হচ্ছে। তবে বাংলাদেশের সীমান্ত রক্ষীরা তা প্রতিহত করছে।
এদিকে মোমেন ভারতের কথায় আশ্বস্ত হয়ে বলেন, “আগের যে কোনো সময়ের চেয়ে দুই দেশের পারস্পরিক সম্পর্ক বেশ ভালো।”

Find out more: