আমাদের রাজ্য পশ্চিমবাংলাতেও তুষারপাত হল । দার্জিলিংয়ের টাইগার হিলে এই মরশুমের প্রথম তুষারপাত হয় । কয়েক দিন ধরেই এই তুষারপাতের অপেক্ষাতেই ছিলেন পর্যটকেরা। শনিবারের এই তুষারপাতে হাসি ফুটেছে পর্যটকেরদের মুখে।
তুষারপাতের তীব্রতায় গোটা দার্জিলিং কার্যত ডুবে গিয়েছে বরফে। চারিদিকের পাহাড়ও ঢেকেছে তুষারের চাদরে। শনিবার তাপমাত্রা নেমে যায় মাইনাস দুই ডিগ্রীতে। এদিকে বরফের কারণে দার্জিলিংগামী গাড়িগুলিও আটকে যায়। যদিও তুষারপাতের আনন্দে জমজমাট দার্জিলিংয়ের শনিবারের সকাল।
শুক্রবারই তুষারপাত হয়েছিল সান্দাকফুতে। দার্জিলিংয়েও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই মতোই আজ যেন প্রতীক্ষার অবসান। গত বছরের মতো এ বারও তুষারপাতের সাক্ষী হল দার্জিলিং। তুষারপাতের পাশাপাশি আজ সারাদিন ধরেই বৃষ্টিতে ভেজে উত্তরের জেলাগুলি।