তার বিরুদ্ধে ধর্ষনের মামলা দায়ের হতেই দেশ ছেড়ে ছিলেন। এবার সেই স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দের বিরুদ্ধে ব্লু কর্নার নোটিস জারি করল ইন্টারপোল।
নিজের আশ্রমে শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তি সহ বিভিন্ন বেআইনি কাজে ব্যবহার এবং আটকে রাখার মতো গুরুতর অভিযোগ রয়েছে নিত্যানন্দের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই পলাতক এই ধর্মগুরুকে ‘ওয়ান্টেড’ ঘোষণা করছে গুজরাত পুলিস। নিত্যানন্দের বিরুদ্ধে ব্লু কর্নার নোটিস জারির জন্য সিবিআইয়ের কাছে আবেদন করেছিল গুজরাত পুলিস।
বুধবার আমেদাবাদের ডিএসপি (গ্রামীণ) কে টি কামারিয়া জানান, ‘এই মাসেই বিতর্কিত ধর্মগুরুর বিরুদ্ধে ইন্টারপোল ব্লু কর্নার নোটিস জারি করেছে।’ এবার তাঁরা রেড কর্নার নোটিস জারির জন্য আবেদন করবেন বলেও জানিয়েছেন। শুধু শিশুদের বেআইনিভাবে আটকে রাখা নয়, নিত্যানন্দের আশ্রম থেকে দুই কিশোরীর নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগে এফআইআর দায়ের করেছে পুলিশ।