২০০১ সালে কমিউনিস্ট পার্টির সমাবেশে হামলার মামলায় রায় দিল ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। এই ঘটনায়  ১০ জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন বিচারক। প্রমাণের অভাবে বেকসুর খালাস পেয়েছেন দুই অভিযুক্ত। সোমবার, প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে চলা এই মামলায় সাজা ঘোষণা করে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০১ সালের ২০ জানুয়ারি পল্টনে সিপিবি সমাবেশে বোমা হামলা কাণ্ডে ঘটনাস্থলেই নিহত হন খুলনার বটিয়াঘাটার সিপিবির নেতা হিমাংশু মণ্ডল, খুলনার রূপসার দাদা ম্যাচ ফ্যাক্টরির শ্রমিকনেতা আবদুল মজিদ, ঢাকার ডেমরার লতিফ বাওয়ানি জুটমিলের শ্রমিকনেতা আবুল হাশেম ও মাদারীপুরের সিপিবির কর্মী মোক্তার হোসেন। এই মামলায় পুলিশ হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নান, মুফতি মইনউদ্দিন শেখ, আরিফ হাসান সুমন, সাব্বির আহমেদ, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মশিউর রহমান, জাহাঙ্গীর আলম বদর, মহিবুল মুত্তাকিন, আমিনুল মুরসালিন, মুফতি অবদুল হাই, মুফতি শফিকুর রহমান, রফিকুল ইসলাম মিরাজ ও নুর ইসলাম।  সহ আরো বেশ কয়েকজনকে গ্রেফতার করে। পাশাপাশি বেশ কয়েকজন এখন পর্যন্ত পলাতক রয়েছে।

Find out more: