মদ্যপ অবস্থায় এক আদিবাসী প্রতিবেশীর বাড়িতে ঢুকে ছাগলের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে কৃষ্ণ সিকদার নামে এক যুবক কে ব্যাপক মারধর করলো এলাকার বাসিন্দারা। মারধরের চোটে গুরুতর আহত যুবক কে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কালনার পূর্ব সাহাপুর টিকেপাড়া এলাকায়।
জানা গেছে, মঙ্গলবার টিকেপাড়ার বাসিন্দা ভোম্বল মান্ডি নামে এক ব্যক্তির বাড়িতে কালনার পূর্ব সাহাপুর কালিতলার বাসিন্দা কৃষ্ণ সিকদার নামে এক যুবক মদ্যপ অবস্থায় ঢুকে পড়ে। অভিযোগ, বাড়িতে থাকা একটি ছাগলের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করার সময় হাতেনাতে ধরা পড়ে যায় ওই যুবক। আর তারপর বাড়ির লোকের চিৎকার চেঁচামেচিতে পাড়ার লোকেরা জড়ো হয়ে অভিযুক্ত যুবককে বেঁধে রেখে বেধড়ক মারধর করে। পরে পুলিশে খবর দেওয়া হয়।
যদিও কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন কৃষ্ণ হালদারের দাবি, মদ্যপ অবস্থায় ভুল করে অন্যের বাড়িতে ঢুকে যাওয়ার কারণেই তাকে এলাকাবাসীরা ধরে মারধর করেছে। বর্তমানে কালনা হসপিটালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন কৃষ্ণ সিকদার। অস্বাভাবিক এই ঘটনায় রীতিমত আলোড়ন পড়েছে কালনা শহরে।