শনিবার কলকাতার অন্যতম প্রতিষ্ঠান সংস্কৃত কলেজিয়েট স্কুলে ছাত্র-ছাত্রীদের নিয়ে এক কাউন্সেলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। পড়াশুনায় ছাত্র-ছাত্রীদের মান বাড়লেও অনেক ক্ষেত্রে তাদের সামাজিক দায় দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে না। এ বিষয়ে প্রখ্যাত মনোবিদ ডা পিয়ালি সাহা উপস্থিত ছাত্র-ছাত্রীদের এবং মা-বাবাদের আরো বেশি সজাগ হওয়ার পরামর্শ দেন।
প্যারেন্টিং এক অতি গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষায় আজকের মা-বাবাদের মতো এত উন্নত না হলেও প্রাচীনকালের মা-বাবা দের কাছ থেকে এই প্যারেন্টিং বা সন্তান মানুষ করার পদ্ধতি আজও যথেষ্ট শিক্ষণীয় বলে মনে করেন সংস্কৃত কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায়। উপস্থিত মা-বাবাদের সঙ্গে এদিন ছাত্র-ছাত্রীরাও স্বতঃস্ফূর্তভাবে পড়াশোনায় অগ্রগতি ও নানা সমস্যা নিয়ে আলোচনায় এগিয়ে আসে। এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত সকলেই। এধরনের উদ্যোগ যত বেশি হবে, শুধু শিক্ষাদীক্ষায় নয় সামাজিকভাবেও অগ্রসর হবে আমাদের সমাজ, বলেন উপস্থিত অভিভাবকগণ ।
এ দিনের অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র আই সি আই সি আই কর্পোরেট সলিউশন গ্রুপের বিশিষ্ট আধিকারিক সুতানু ব্যানার্জি।