দু’ হাজার কুড়ি সালে যারা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে তাদের এবং বিভিন্ন বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে রবিবার উলুবেড়িয়ায় এক কর্মশালা ও পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল । উলুবেড়িয়া অঞ্চলের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নেয় এই কর্মশালায়।
কলকাতা থেকে আগত বিশিষ্ট শিক্ষক ড.দেবব্রত মুখোপাধ্যায় , বিপ্লব লাহিড়ী, নায়ীমুল হক, সাহাবুল ইসলাম গাজী এই কর্মশালা পরিচালনা করেন। গুরুত্বপূর্ণ এই কর্মশালাটি শুরু হয় সকাল 10 টায় লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার ফলাফল এর নিরিখে ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক সংস্থা অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন এর উলুবেড়িয়ার পরিচালক শেখ মোঃ আইয়ুব আলী।
সারাদিনের কর্মশালা শেষ হয় অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে এক আলাপচারিতার মাধ্যমে। জীবনের প্রথম বোর্ড পরীক্ষা মাধ্যমিকের জন্য ছাত্র-ছাত্রীদের অগ্রগতি কিভাবে হবে এবং পরীক্ষার আগে যে মানসিক চাপ থাকে তা কাটানোর বিভিন্ন উপায় নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। আগামী দিনে আরও ব্যাপকভাবে এ ধরনের অনুষ্ঠান হলে এলাকার ছাত্রছাত্রীরা উপকৃত হবে বলে অভিভাবকেরা তাঁদের মতামত ব্যক্ত করেন।


Find out more: