দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ২ নং ব্লকের অন্তর্গত ভাদুড়া হরিদাস গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাদুড়া উচ্চ বিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে এক প্লাস্টিক বিরোধী কর্মশালার আয়োজন করেছিল চিলড্রেন ইন্টারন্যাশানাল,সহায়ের আর্থিক সহায়তায় মুক্তি আনন্দ তীর্থের বদলাও ও কান্ডারি যুবদল।
বর্তমান সময়ে যখন প্লাস্টিক আমাদেরকে নিজের গোলাম বানিয়ে রেখেছে সেখানে ‘single use plastic’ এর ক্ষতিকর দিক তুলে ধরা ও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে তার বিকল্প জিনিস ব্যবহারের বিষয়ে চিন্তা ভাবনা করছে এই বদলাও ও কান্ডারির যুবরা। এই সচেতন করার একটা পদক্ষেপ হল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সচেতন করা। এদিন প্রায় ৮০০ ছাত্র -ছাত্রীদের সচেতন করা হয়েছে। এদিন ছাত্র-ছাত্রীদের সচেতন করতে এসেছিলেন সাইন্স কমিউনিটেটরস ফোরাম থেকে তাপস মজুমদার।তিনি ছাত্র-ছাত্রীদের প্লাস্টিকের ক্ষতি ও বিকল্প বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন সহায় থেকে চিরঞ্জিত সামন্ত,মুক্তি আনন্দ তীর্থের প্রকল্প আধিকারিক,বদলাও ও কান্ডারির যুবক-যুবতিরা। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই বিষয়টির গুরুত্ব উপলব্ধি করতে পেরেছে।আগামী দিনে আমাদের সকলের কর্তব্য প্লাস্টিকে ”না” বলে এগিয়ে চলা।



Find out more: