গত ২ অক্টোবর কলেজ স্ট্রিটের কফিহাউস বিল্ডিঙের বই-চিত্র সভাঘরে মহা সমারোহে পালিত হল নব প্রভাত সাহিত্য পত্রিকার রজত জয়ন্তী বর্ষপূর্তি অনুষ্ঠান। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রায় সমস্ত জেলার পাঠক লেখক শুভানুধ্যায়ীবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠান উৎসবের আকার নিয়েছিল। সভাপতির আসন অলঙ্কৃত করেন বর্ষীয়ান কবি-সাহিত্যিক শ্রীযুক্ত উত্থানপদ বিজলী মহাশয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও ‘সুইনহো স্ট্রিট’ পত্রিকার সম্পাদক শ্রীযুক্ত তাপস রায় মহাশয় এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক ও সাহিত্য সংগঠক শ্রীযুক্ত অজিতেশ নাগ মহাশয়। নব প্রভাতের পঁচিশ বর্ষপূর্তি উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. পবিত্র সরকার মহাশয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণে পত্রিকার সম্পাদক নিরাশাহরণ নস্কর মহাশয় বলেন, বাংলা সাহিত্যে পদচিহ্ন রাখা দুর্মর বাসনা নিয়ে নব প্রভাত জন্মায়নি। সে অতি সাধারণ। সাধারণ লেখকের লেখাকে বিশেষত নবীনদের লেখাকে সে সবসময় গুরুত্ব সহকারে প্রকাশ করেছে এবং করবে। পাশাপাশি যে সমস্ত প্রবীণ ভালোবেসে কাছে এসেছেন তাঁদেরও যথাযোগ্য সম্মান দিয়েছে নবপ্রভাত।
পত্রিকার পঁচিশ বছর পদার্পণ উপলক্ষ্যে গত বছর পত্রিকা ছাড়াও প্রকাশিত হয়েছিল কবিতা কোরাস নামে একটি যৌথ কবিতা সংকলন। এ বছর রজতজয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষ্যে এ দিনের অনুষ্ঠানে একই সঙ্গে পত্রিকার বিশেষ সংখ্যা এবং আর একটি যৌথ কবিতা সংকলন “কবিতা কোলাজ” প্রকাশিত হয়।
প্রধান অতিথি তাপস রায় মহাশয় বলেন, বাংলা সাহিত্যের ধারাকে চিরকাল পুষ্ট করে এসেছে গ্রামীণ ও মফস্বলের পত্রিকাগুলো। বিশেষ অতিথি অজিতেশ নাগ মহাশয় বলেন, নবীন প্রাণের ভাষ্যকে তুলে ধরতে এই ধরনের সবুজপত্রের ভূমিকা অশেষ। সভাপতি উত্থানপদ বিজলী মহাশয় বলেন, একেবারে প্রত্যন্ত একটা গ্রাম থেকে নব প্রভাতের মতো সম্পূর্ণ বিজ্ঞাপনবিহীন একটা পত্রিকা পঁচিশ বছর ধরে চালিয়ে যাওয়া বড় গর্বের ও আনন্দের কথা।
গান, আবৃত্তি, কবিতাপাঠ, গল্পপাঠ, আলোচনা ও আড্ডার মধ্য দিয়ে পালিত হয় এদিনের অনুষ্ঠান।


Find out more: