তিনি ট্রাফিক নিয়ম ভেঙে ছিলেন,তার পর যা হল তাতেই হতবাক।ট্রাফিক আইন ভঙ্গকারী এক গাড়ির চালককে সপ্তাহে তিনদিন করে তিন ঘণ্টার জন্য ট্রাফিক সামলানোর নির্দেশ দিল আদালত। শুধু তাই নয়, পুজোর সাতদিন বাদ দিয়ে দু’মাস এই কাজ করতে হবে বলে নির্দেশ দিয়ে ওই অভিযুক্তকে জামিন দিল আদালত।
সম্প্রতি আলিপুর আদালত ওই নির্দেশ দেয়। অভিযুক্তের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য বলেন, এই ধরনের নির্দেশ এক কথায় নজির। তবে আমার মক্কেল জামিন পেয়েছেন, এটাই বড় কথা। আদালতের নির্দেশ উনি অক্ষরে অক্ষরে পালন করবেন। আদালত সূত্রের খবর, গত ১৮ আগস্ট যাদবপুর ট্রাফিক গার্ডের এক সার্জেন্ট রাস্তায় ট্রাফিক সামলাচ্ছিলেন। অভিযুক্ত গাড়ির চালক ওই পথ দিয়ে আইন ভেঙে দ্রুতগতিতে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। তাতে ওই সার্জেন্ট বাধা দিলে তাকে অগ্রাহ্য করে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। পরে অবশ্য ধরা পড়ে যান তিনি। তাঁর বিরুদ্ধে রুজু করা হয় মামলা। এরপরই আদালত ওই নজিরবিহীন নির্দেশ দেয়।