বাংলা ইজ দ‍্য টপ অব দ‍্য টপ। হিংসা করলে হবে না। নবান্ন সভাঘরে বিশ্ববাংলা শারদ সম্মান প্রদান অনুষ্ঠানে এভাবেই নাম না করে বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায় নোবেল পাওয়ার পর আধা বাঙালি বলে কটাক্ষ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী দিলীপের নাম করে বলেন খারাপ লাগছিল আমার। যদি কেউ প্রশ্ন করেন আপনি আধা বাঙালি না আধা মারওয়ারী। বাংলা থেকে বিজ্ঞানী তৈরি হবে না বলেছিলেন অমিত শাহ। সেই প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলার নাকি বিজ্ঞানী হয়না। আমাদের বাংলা কিন্তু এরকমনা। নাসা থেকে ভাষা বাংলা ইজ দ‍্য টপ অব দ‍্য টপ। যত বিজ্ঞানী বার করুন। আ্যপল, টুইটার, নাসা যাই বলুন সব জায়গায় বাংলার ছেলে মেয়েরা। সেটা দেখে হিংসা করলে হবে। বাংলা হল অস্তিত্বের ঠিকানা।
ওইসব নোবেল টোবেল সব বিদেশি শক্তির দূরভিসন্ধি। একজন প্রকৃত দেশপ্রেমী হলে বুঝতেন, এবছরের নোবেল কাদের পাওয়া উচিত ছিলো, দেখে নিন
১. নরেন্দ্র মোদি (পদার্থবিদ্যা)- রাডার থিয়োরি : (মেঘের জন্য রাডার কাজ করেনা)
২. নির্মলা সীতারামন (অর্থনীতি)- উবের থিয়োরি (উবের ওলা এদের জন্য গাড়ি শিল্পে মন্দা)
৩. রবিশঙ্কর প্রসাদ (অর্থনীতি)- বক্সঅফিস থিয়োরি (সিনেমা হিট, তাই ইকোনমি ফিট)
৪. সাধ্বী প্রজ্ঞা (চিকিৎসাশাস্ত্র)- ক্যান্সার চিকিৎসায় গোমূত্রের ব্যবহার। 
৫. অমিত শাহ (শান্তি)- এনআরসি, কাশ্মীর, ইত্যাদি।
৬. দিলীপ ঘোষ (সাহিত্য)- বিদ্যাসাগরের সহজ পাঠ আবিষ্কার
৭. জুনাগড় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী (রসায়ন) - গোমূত্র থেকে সোনা
৮. বিপ্লব দেব (পদার্থবিদ্যা)- মহাভারতের যুগে ইন্টারনেট এর প্রমাণ খোঁজা


Find out more:

top