২৪ অক্টোবর মহারাষ্ট্র বিধানসভার ফল বের হয় । তারপর কেটে গেছে ১৫ দিন । তবু এখনও সরকার গঠন করতে পারল না বিজেপি-শিবসেনা জোট । যদিও এই জোটই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে । ভোটের ফল বের হওয়ার পর সবাই ধরে নিয়েছিল মহারাষ্ট্রে সরকার গঠন করতে খুব বেশি সময় লাগবে না । তবে ১৫ দিন কেটে গেলেও এখন সরকার গঠিত হল , উপরন্তু মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরেণবীশ আজ পদত্যাগ করছেন । 
সময়ের বিচারে মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে সরকার গঠন করার । এর মধ্যে সরকার গঠন না হলে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে । রাজনৈতিক মহল মনে করছে রাষ্ট্রপতি শাসনের দিকেই যাচ্ছে মহারাষ্ট্র । মুখ্যমন্ত্রী পদত্যাগ করে রাষ্ট্রপতি শাসন জারির পথকে সুগম করে দিল ।


Find out more: