মাত্র একুশেই বিচারপতি। গল্প নয়, সত্যিই! দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন মায়াঙ্ক প্রতাপ।
খুশির খবর পেয়েই হাওয়ায় ভাসছেন মায়াঙ্ক। তার মধ্যেই বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর জবাব, "বরাবরই দেশের আইনব্যস্থা এবং বিচারের ওপর আমার অগাধ আস্থা। ভালো লাগত এই পেশা। তাই স্বপ্ন ছিল, ভবিষ্যতে আইনকেই পেশা হিসেবে বেছে নেব।

জানা গেছে, ২০১৮-র রাজস্থান জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে এই পদে বসছেন তিনি। খুশির খবর পেয়েই হাওয়ায় ভাসছেন মায়াঙ্ক।
২০১৪-য় ৫ বছরের এলএলবি কোর্স করি রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে।I ২০১৮-য় সেই স্বপ্নপূরণ হল।"

এই বিশেষ কৃতিত্বের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন, মা-বাবা, পরিবার, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়কে। প্রসঙ্গত, আইনের এই পরীক্ষায় বসার ন্যূনতম বয়স ২৩ বছর। রাজস্থান হাই কোর্ট তাকে এবছর থেকে আরও কমিয়ে করেছে ২১ বছর। এর জন্যেও মায়াঙ্ক আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন রাজস্থান হাইকোর্টকে। তাঁর কথায়, কোর্ট ন্যূনতম বয়স না কমালে তিনি পরীক্ষায় বসতে পারতেন না।

Find out more: