সঙ্গীতের মাধ্যমে রবীন্দ্র দর্শনকে বহির্বিশ্বে ছড়িয়ে দিতে নিঃশুল্ক রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে এক বেসরকারী সংস্থা ‘মুক্তছন্দ’।
আজ তালবাদ্য বিশেষজ্ঞ পণ্ডিত মল্লার ঘোষ, রবীন্দ্র সঙ্গীত শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, রেডিও সঞ্চালিকা শ্রী এবং সন্ন্যাসী সর্বসুখানন্দ-র উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনে হাজির থেকে ‘মুক্তছন্দ’-র চেয়ারম্যান তাপস গাঙ্গুলী জানান, “১২ থেকে ১৮ এবং ১৮ থেকে ২৫ পর্যন্ত বয়স ভিত্তিক এই প্রতিযোগিতা হবে সম্পূর্ণ নিঃশুল্ক।
রাজ্যের বাইরের অন্যান্য প্রদেশ তথা বাইরের দেশ থেকেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।
অনলাইন-এর মাধ্যমে প্রতিযোগিতার জন্য আবেদন করতে হবে।
অনলাইনের মাধ্যমে প্রতিযোগীদের বাছাই পর্ব শেষ হয়ে গেলে, প্রতিযোগীদের মধ্যে শুরু হবে প্রতিযোগিতা। এই পর্যায়ে পশ্চিমবঙ্গের ৭ প্রমুখ স্থান (বালুরঘাট, শিলিগুড়ি, বহরমপুর, বোলপুর, মেদিনীপুর, হুগলি ও কোলকাতা)-এ হবে সেমিফাইনাল।
আগামী বছর হবে মূল পর্বের প্রতিযোগিতা।”