দেশের অন্য রাজ্যগুলিতে থাকলেও আমাদের পশ্চিমবাংলায় ছিল না , কিন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তা করে দেখালেন । একজন আইপিএস অফিসারকে রাজ্য প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসালেন তিনি । বির্তকিত আইপিএস অফিসার রাজীব কুমারকে তথ্য প্রযুক্তি দফতরের সচিব পদে নিয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত রাজ্যে নজীরবিহীন সিদ্ধান্ত নিলেন । সিআইডি-র এডিজিকে তথ্য প্রযুক্তি দফতরের প্রধান সচিব করে আইএএসের মর্যাদা প্রদান করলেন মুখ্যমন্ত্রী । যদিও আইপিএস-এর স্বরাষ্ট্র সচিব হওয়ার বিষয়টি অন্য রাজ্যে হয়েছে । তবে ওয়াকিবহাল মহল মনে করছে আগামী দিনে রাজ্যের স্বরাষ্ট্র সচিব পদে রাজীব কুমার বসানো হতে পারে । সেজন্যই এখন তাঁকে এডিজি সিআইডি থেকে সরিয়ে এনে তথ্য প্রযুক্তির প্রধান সচিব করা হল ।
এত দিন বাড়তি দায়িত্ব হিসেবে ওই দফতর দেখতেন অতিরিক্ত মুখ্যসচিব, আইএএস দেবাশিস সেন। আইএএস মহলের খবর, সাধারণ ভাবে প্রধান সচিবের পদটি আইএএসের ‘ক্যাডার পোস্ট’। এক জন আইপিএস অফিসারকে সেই পদ দেওয়ায় আমলা মহলের অনেকেই বিস্মিত। একই ভাবে এক জন আইপিএস অফিসারের হাতে থাকা কারা দফতরের দায়িত্ব আইএএস অফিসার এ সুব্বাইয়াকে দেওয়া হয়েছে নতুন নির্দেশিকায়। দিল্লি থেকে ফেরা সুমন্ত চৌধুরী হলেন ডিজি (অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট বা এটিআই)।
মনে করা হচ্ছে মুখ্য সচিব রাজীব সিনহার মেয়াদ শেষ হওয়ার পরেই মুখ্য সচিব হতে পারেন বর্তমান স্বরাষ্ট সচিব । তারপরেই রাজীব কুমারকে স্বরাষ্ট্র সচিব করা হতে পারে বলে শোনা যাচ্ছে । মুখ্যমন্ত্রীর আস্থাভাজন ও ঘনিষ্ঠ অফিসারদের তালিকায় প্রথমের দিকে রয়েছেন রাজীব কুমার । সারদা মামলার সঙ্গে জড়িয়ে য্ন রাজীব । যদিও এই পুলিশ অফিসারের দক্ষ ও সততা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই । তাই আগামী দিনে রাজীব কুমারকে স্বরাষ্ট্র সচিব পদে বসানো হলে অবাক হওয়ার কিছুই থাকবে না ।