‘‘ দিল্লি পুলিশ পক্ষপাতিত্ব করছে কেন? পুলিশ আমার অভিযোগকে এফআইআর হিসাবে দায়ের পর্যন্ত করেনি। আমি কোনও হামলা চালাইনি।’’ : ঐশী ঘোষ
শুক্রবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে দিল্লি পুলিশ ৫ জানুয়ারি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় বা জেএনইউতে হামলা বা অশান্তির জন্য বামপন্থী ছাত্র সংগঠনগুলিকেই দায়ী করে । এমনকি ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষকে হামলাকারী বলে অভিযুক্ত করেন সিটের প্রধান জয় তিরকে । এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হন ঐশী ঘোষ । তিনি বলেন , ‘‘পুলিশ পুলিশের মতো তদন্ত করুক। কিন্তু আমার উপর যে হামলা চালানো হয়েছিল, আমার কাছে তার প্রমাণ রয়েছে।’’
জেএনইউতে মুখোশধারীদের হামলা ঘিরে গত এক সপ্তাহ ধরে গত এক সপ্তাহ ধরে বিতর্ক চলছে। এ নিয়ে শুরু থেকেই সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর দিকে আঙুল তুলে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং অধ্যাপকদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ছবি এবং ভিডিয়োতেও সেই ইঙ্গিত মিলেছে।
তিনি বলেন, ‘‘আমরা কোনও অন্যায় করিনি। তাই দিল্লি পুলিশকে ভয় পাওয়ার প্রশ্ন ওঠে না। আমরা আইনের পথেই চলব এবং আগের মতোই শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পথে আন্দোলন এগিয়ে নিয়ে যাব।’’
দিল্লি পুলিশের একপেশে তদন্ত করছে বলেও এ দিন অভিযোগ করেন ঐশী। তিনি বলেন, ‘‘দেশের আইন ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রয়েছে আমার। নিরপেক্ষ তদন্ত হবে বলে আমার বিশ্বাস। জানি সুবিচার পাবই। কিন্তু দিল্লি পুলিশ পক্ষপাতিত্ব করছে কেন? পুলিশ আমার অভিযোগকে এফআইআর হিসাবে দায়ের পর্যন্ত করেনি। আমি কোনও হামলা চালাইনি।’’