ইতি মধ্যে সিএএ নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার প্রশ্ন তুলল ইউরোপিয়ান ইউনিয়ন। মার্চে ব্রাসেলসে ভারত-ইউরোপিয়ান ইউনিয়ানের শীর্ষ বৈঠক রয়েছে। তার আগে এই প্রশ্ন যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এর আগে ১৭ জানুয়ারি ইউরোপিয়ান ইউনিয়ানের প্রতিনিধি জেশপ বোরেলের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী।
ইউরোপিয়ান ইউনিয়নের অভিযোগ, সিএএ নির্দিষ্টভাবে জনগোষ্ঠীকে নির্বাচিত করেছে। বাদ দেওয়া হয়েছে মুসলিমদের। আন্তর্জাতিক ক্ষেত্রে এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার ক্ষেত্রে এই সিএএ নেতিবাচক পরিস্থিতি তৈরি করতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ভারতের বিভিন্ন অংশে সিএএ বিরোধী আন্দোলন দমনের পদ্ধতি নিয়ে নিন্দা করেছে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যরা। শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চলতে দেওয়া উচিত বলেও মন্তব্য করা হয়েছে।