![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/education/virgo_virgo/west-bengal-government-will-give-education-for-tea-labours41e73297-6e07-44c5-b9d0-6373a930557c-415x250.jpg)
চা শ্রমিকদের উন্নয়নে রাজ্য সরকার শ্রমিকদের সন্তানদের কর্ম প্রশিক্ষন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চা গাছের চারা তৈরি, গাছ পরিচর্যা ও প্যাকেজিং এর পাশাপাশি তাদের মোটর ড্রাইভিং এবং কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটরের প্রশিক্ষনের জন্যে আগামী মাস থেকে আবেদন পত্র সংগ্রহের কাজ শুরু হবে।
টি অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান তথা শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন বাগিচা শ্রমিকদের পরিবারের কর্মনিশ্চয়তা সুনিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরফলে উত্তরবঙ্গের পাহাড়, তরাই ও ডুয়ার্সের প্রায় চার লক্ষ বাগিচা শ্রমিক উপকৃত হবেন। আগামী ২৫ মার্চ থেকে ২২টি কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষনের আবেদন পত্র গ্রহন করা হবে। টি অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান তথা শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন বাগিচা শ্রমিকদের পরিবারের কর্মনিশ্চয়তা সুনিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরফলে উত্তরবঙ্গের পাহাড়,