বুধবার প্রকাশিত হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর মেধাতালিকায় প্রথম ১০ জনের তালিকায় রয়েছে ৮৪ জন। আর এবারেও জেলার জয়জয়কার। প্রথম ১০-এ নেই কলকাতা থেকে কেউই। এ বছর ৭০০-র মধ্যে ৬৯৪ নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের মেমারির অরিত্র পাল। সে মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের ছাত্র। দ্বিতীয় স্থানে রয়েছে দু’জন— বাঁকুড়ার সায়ন্তন গড়াই ও পূর্ব বর্ধমানের অভিক দাস। তাদের প্রাপ্ত নম্বর ৬৯৩। ৬৯০ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে তিন জন। তারা হল বাঁকুড়ার সৌম্য পাঠক, পূর্ব মেদিনীপুরের দেবষ্মিতা মহাপাত্র, উত্তর ২৪ পরগনার অরিত্র মাইতি। (অনলাইনেও জানা যাচ্ছে মাধ্যমিকের ফলাফল। ছাত্রছাত্রী বা তাদের অভিভাবকরা ফল দেখে নিতে পারেন এবিপি এডুকেশনের ওয়েবসাইটে। রেজাল্ট জানতে এখানে ক্লিক করবেন। এ ছাড়াও, wbresults.nic.in-সহ অন্যান্য ওয়েবসাইটেও রেজাল্ট জানা যাবে।) বুধবার প্রকাশিত হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর মেধাতালিকায় প্রথম ১০ জনের তালিকায় রয়েছে ৮৪ জন। আর এবারেও জেলার জয়জয়কার। প্রথম ১০-এ নেই কলকাতা থেকে কেউই। এ বছর ৭০০-র মধ্যে ৬৯৪ নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের মেমারির অরিত্র পাল। সে মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের ছাত্র। দ্বিতীয় স্থানে রয়েছে দু’জন— বাঁকুড়ার সায়ন্তন গড়াই ও পূর্ব বর্ধমানের অভিক দাস। তাদের প্রাপ্ত নম্বর ৬৯৩। ৬৯০ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে তিন জন। তারা হল বাঁকুড়ার সৌম্য পাঠক, পূর্ব মেদিনীপুরের দেবষ্মিতা মহাপাত্র, উত্তর ২৪ পরগনার অরিত্র মাইতি। (অনলাইনেও জানা যাচ্ছে মাধ্যমিকের ফলাফল। ছাত্রছাত্রী বা তাদের অভিভাবকরা ফল দেখে নিতে পারেন এবিপি এডুকেশনের ওয়েবসাইটে। রেজাল্ট জানতে এখানে ক্লিক করবেন। এ ছাড়াও, wbresults.nic.in-সহ অন্যান্য ওয়েবসাইটেও রেজাল্ট জানা যাবে।)

Find out more: