FMGE এবং ড. পার্থ সারথী গাঙ্গুলি
কিন্তু সরস্বতী অনালাইন ডট কমের চিফ মেন্টর পার্থবাবুর মতে, ডাক্তারি পড়ুয়াদের কাছে এটা একটা শিক্ষণীয় বিষয় বলেই মনে হয়েছে। তবে এই এডুকেশনাল প্রফেশনাল ক্যারিয়ার পার্টনারের থেকে ডাক্তারি পড়ুয়াদের পাশের সংখ্যা প্রায় ৩০০-র বেশি। এই সাফল্যের কারণ হিসাবে পার্থবাবু জানিয়েছেন, প্রথম দিন থেকেই এমসিআই পরীক্ষা দিতে হবে সেই ভাবে আমারা পড়ুয়াদের তৈরি করি। যে কোনও পরীক্ষার প্যাটার্ন চেঞ্চ করলেই সাহায্য করি। এছাড়া আমাদের সমস্ত ডাক্তারদের নিয়ে মেডিক্যাল টিম রয়েছে। যাঁরা বিভিন্ন ভাবে ডাক্তারি পড়ুয়াদের সাহায্য করে। এছাড়া স্টুডেন্টদের হ্যান্ডহোল্ডিং হয়ে যায় টিচার এবং ছাত্রদের মধ্যে। আমাদের অনেকেই বিদেশে পড়ান। তাছাড়া আমাদের কো-অর্ডিনেটর থাকেন, যাঁরা সবসময় পড়ুয়াদের সাহায্য করেন। সবমিলিয়ে আমরা সবসময় পড়ুয়াদের পাশে আছি। এটা যে কোনও ছাত্র-ছাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।