সাধারণত প্রতি বছরের মার্চ মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়। এবছরে যেমন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হয়ে চলেছিল ২৭ মার্চ পর্যন্ত। কিন্তু আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় এক মাস আগে হতে চলেছে। উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষাও এগিয়ে আনা হয়েছে। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা হবে ২ ফেব্রুয়ারি থেকে।
এদিকে সংসদ সভাপতি জানিয়েছেন, আগামী বছর একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা নেবে সংশ্লিষ্ট স্কুলগুলিই। স্কুলের তরফেই প্রশ্নপত্র তৈরি, মূল্যায়ন করতে হবে। রুটিনও তৈরি করবে স্কুলগুলিই। তবে নম্বর সংসদের ওয়েবসাইটে আপলোড করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। উল্লেখ্য, এতদিন ধরে একাদশ শ্রেণির পরীক্ষা নিজের স্কুলে বসেই ছাত্রছাত্রীরা দিত। কিন্তু প্রশ্ন করত সংসদই। তবে আগামী বছর সেই ধারায় বদল আসতে চলেছে।
এবার একনজরে দেখে নিন ২০২৪ সালের উচ্চ মাধ্যমিকের সূচি
১৬ ফেব্রুয়ারি (শুক্রবার): বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাটি এবং পঞ্জাবি
১৭ ফেব্রুয়ারি (শনিবার): হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেকট্রনিকস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপ্ররেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার-ভোকেশনাল সাবজেক্ট
১৯ ফেব্রুয়ারি (সোমবার): ইংরেজি (দ্বিতীয় ভাষা), বাংলা (দ্বিতীয় ভাষা), হিন্দি (দ্বিতীয় ভাষা), নেপালি (দ্বিতীয় ভাষা), অল্টারনেটিভ ইংলিশ
২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার): ইকোনমিক্স
২১ ফেব্রুয়ারি (বুধবার): ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি
২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিস্যুয়াল আর্টস
২৩ ফেব্রুয়ারি (শুক্রবার): কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি, সোশিয়োলজি
২৪ ফেব্রুয়ারি (শনিবার): কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ফরাসি
২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার): ম্যাথমেটিক্স, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস
২৮ ফেব্রুয়ারি (বুধবার): বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স
২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): স্ট্যাটিস্টিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট