এক ভয়ঙ্কর মারণ রোগ হানা দিয়েছে পৃথিবীতে। যার শিকার হবে ৫-৮ কোটি মানুষ। WHO জানিয়ে দিয়েছিল এবছর একটা মহামারী দেখা দেবে, যার ওষুধ এখনো আবিষ্কার করা যায়নি। দঃ আমেরিকা, মধ্যপ্রাচ্যের দেশগুলো, এশিয়ার দেশগুলোও তার মধ্যে আছে। যেখানে এই রোগ বিস্তার লাভ করছে।
২০১৪-১৬ সালে যেমন ইবোলা ভাইরাস মারণাকার ধারণ করেছিল তেমনি এই রোগও মহামারীর আকার ধারণ করছে। এখন বর্তমানে এর নাম রাখা হয়েছে ডিজিজ এক্স। যেকোনো ফ্লুই শরীরের ব্যালেন্স নষ্ট করে দেয়। আর এটা তো মারাত্মক। শ্বেত রক্ত কণিকার পরিমাণ প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়।
এর আগেও এই রোগের দেখা পেয়েছিল মানুষ, যা ১৯১৮ সালে হয়। তখনো বিরাট আকার ধারণ করেছিল, তো এবারও তা করবে বলে বিজ্ঞানীরা বলছে। এবার কয়েক কোটি মানুষকে গ্রাস করতে সে আসছে।