বিস্ময়কর ঘটনার সাক্ষী রইল দিল্লির এক হাসপাতালের ডাক্তার থেকে কর্মীরা।
হাসপাতাল সূত্র জানা গেছে এক ৫৬ বছরের ব্যক্তির পেটে অস্ত্রোপচার করে ৭.৪ কেজি ওজনের বৃহৎ কিডনি বের করলেন চিকিৎসকরা।
সোমবার প্রায় দু’ঘণ্টা ধরে দিল্লির শ্রীগঙ্গারাম হাসপাতালের চিকিৎসক শচীন কাঠুরিয়ার নেতৃত্বে অস্ত্রোপচার হয়। পরে তিনি জানান, দু’টি নবজাতক শিশুর ওজনের থেকেও বেশি এবং আকারের বড় ছিল কিডনিটি।
সাধারণত মানব শরীরে কিডনির ওজন ১২০ থেকে ১৫০ গ্রাম হয়। কিন্তু এই ব্যক্তির কিডনির ওজন ছিল ৭.৪ কেজি। যা এখনও পর্যন্ত বিশ্বের সর্ববৃহৎ কিডনি হিসেবে চিহ্নিত হয়েছে। চিকিৎসক কাঠুরিয়া আরও বলেন, ‘ কয়েক দিন আগে স্ক্যানে বিরাট কিডনিটি ধরা পড়ে। কিন্তু সেটির ওজন এত হবে আমরা ধারণা করতে পারিনি।’
জানা গিয়েছে, ওই ব্যক্তি জন্মগত বিরল রোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসাশাস্ত্রের ভাষায় যাকে অটোসোমাল ডোমিন্যান্ট পলিক্রাস্টিক কিডনি ডিজিজ বলে। এই রোগে দু’টি কিডনির কোষে জল জমে সেটি ফুলে ওঠে। প্রভাবিত হয় মূত্রনালি। শ্বাসকষ্ট, প্রবল জ্বরের পাশাপাশি তীব্র যন্ত্রণা শুরু হয়। বিভিন্ন পরীক্ষায় ধরা পড়ে ওই ব্যক্তির শরীরের ভিতরে রক্তক্ষরণের পাশাপাশি বাম দিকের কিডনি সংক্রামিত হয়ে উঠেছিল। তাই সেটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।