কর্তব্যে গাফিলতির জেরে বিগত ২৪ দিনে নিহত ৭৭টি নবজাতক শিশু। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটার জে কে লেন হাসপাতালে। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই হইচই পড়ে গেছে গোটা রাজ্যে।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানা গেছে,বিগত ২৪ দিনে কোটার জে কে লোন ওই হাসপাতালে মারা গেছে মোট ৭৭টি শিশু। যার মধ্যে গত ৪৮ ঘণ্টায় মারা গেছে ১০টি শিশু।

অভিযোগ কর্তব্যের গাফিলতি ও শিশুদের অযত্নের জেরেই গত ২৪ দিনে ওই হাসপাতালে মারা গেছে ৭৭টি শিশু। এই ঘটনায় নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন এবং রাজ্য স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই শিশুমৃত্যুর কারণ অনুসন্ধানে বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

যদিও প্রাথমিক তদন্ত শেষে হাসপাতালের তরফে দায়িত্বে অবহেলা ও শিশুদের অযত্নের অভিযোগ অস্বীকার করা হয়েছে। হাসপাতালে তরফে জানানো হয়েছে, তাদের তরফে পরিকাঠামো গত কোনও ত্রুটি ছিল না। তাহলে প্রশ্ন কী ভাবে মারা গেল ওই শিশুগুলি। যার উত্তরে হাসপাতালের তরফে জানানো হয়েছে, ৭৭ জনের মধ্যে গত বেশ কিছুদিন ধরে অত্যন্ত আশঙ্কজনক পরিস্থিতিতে ভেন্টিলেটরে ছিল ১০টি শিশু। কিন্তু তাতেও তাদের বাঁচানো যায়নি।

Find out more: