নোবেল করোনা ভাইরাসে ক্রমেই বাড়ছে মৃত্যুর সংখ্যা। ছড়িয়ে পড়ছে নতুন দেশেও। এদিন এ স্মপর্কে বিরল পদক্ষেপ নিল বিশ্বস্বাস্থ্য সংস্থা হু। তাদের তরফ থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়াকে বিশ্বব্যাপী সংকট বলে ঘোষণা করা হয়েছে। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বিশ্ব জুড়ে। ইতি মধ্যে ১৭ টি দেশে ছড়িয়ে পড়েছে বলে সন্দেহ। তবে চিনে যাওয়ার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ আরপ করা হয়নি হু এর তরফ থেকে।
বৃহস্পতিবার চিন প্রশাসনের তরফে জানানো হয়েছিল মৃতের সংখ্যা ১৭০। শুক্রবার দিনের শুরুতেই জানানো হয় মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ২১৩ তে। একলাফে মৃতের সংখ্যা ৪৩ বেড়ে যাওয়ার মধ্যে বেশিরভাগ মৃত্যুর ঘটনাই ঘটেছে চিনের হুবেই প্রদেশে।
অন্যদিকে, হুবেই প্রদেশেই নতুন করে ১২০০ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। সব মিলিয়ে চিনে আক্রান্তের সংখ্যা ৯০০০ ছুঁয়েছে। এর মধ্যে হুবেই প্রদেশে আক্রান্তের সংখ্যা ৫৮০৬। যাকে মহামারি বলেছে স্থানীয় প্রশাসন।
এর আগে এই সংকট ঘোষণা করা হয়েছে ৫ বার। ২০০৯ সালে সোয়াইন ফ্লু ,২০১৪ সালে পোলিও, ২০১৪ ও ২০১৯ সালে ইনোলা, ২০১৬ সালে ডাইকা নিয়ে এমনই ঘোষণা করা হয়েছিল।