মাঝ আকাশে বিমানের মধ্যেই সন্তান জন্ম দিলেন এক মহিলা। এই ঘটনায় আনন্দে কেঁদে ফেললেন বিমানের কর্মীরা। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে  সোয়া তিনটে নাগাদ দোহা থেকে ব্যাঙ্কক যাচ্ছিল কাতার এয়ারওয়েজ সংস্থার বিমানটি। বিমান তখন নাগপুরে,যা ব্যাঙ্কক থেকে অর্ধেক দূরে।

জানা গেছে,ফাওমকাসিকর্ন নষথাইল্যান্ডের বছর তেইশের ওই মহিলা দোহা থেকে ব্যাঙ্কক ফিরছিলেন। বিমানেই তাঁর প্রসব যন্ত্রণা ওঠে। তখন । ব্যাঙ্কক থেকে প্রায় অর্ধেক দূরত্বে। আপৎকালীন পরিস্থিতি বুঝতে পেরে এগিয়ে আসেন বিমানসেবিকা এবং কেবিন ক্রু-রা। সকলে মিলে ওই অবস্থাতেই তাঁর সফল প্রসব করান। নাড়ি ছেঁড়ার যন্ত্রণার সঙ্গে সদ্যোজাতের কান্নার শব্দ শুনতে পান ফাওম। যা শুনে বিমানের ভিতরে থাকা অনেকে আনন্দে কেঁদে ফেলেন। পাইলট বিষয়টি জানতে পেরেই জরুরি অবতরণের অনুমতি চান কলকাতা বিমানবন্দরের এটিসি’র আধিকারিকদের কাছে। সেই মতো মঙ্গলবার ভোর সওয়া ৩টে নাগাদ জরুরি অবতরণ করে বিমানটি। তারপর ওই মহিলাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মা এবং শিশু দু’জনেই সুস্থ বলে জানা গিয়েছে। বিমানের ভিতরে সন্তানের জন্মের সাক্ষী থাকায় খুশি অন্যান্য যাত্রী এবং কেবিন ক্রু’রা। তাঁদের কথায়, এমন অভিজ্ঞতা তাঁদের কাছে এই প্রথম।

Find out more: