করোনা ভাইরাসের আতঙ্ক এখন গোটা চিনেই ৷ আর এই ভাইরাসের ‘এপিসেন্টার’ যে শহরকে ধরা হচ্ছে, সেই ইউহান এখন গোটা পৃথিবীর থেকেই বিচ্ছিন্ন ৷ ইউহানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের জন্য এয়ার ইন্ডিয়ার বেশ কয়েকটি বিশেষ বিমান সেখানে গিয়েছে ৷ কিন্তু এখানেই সমস্যায় পড়েছে ইউহানে আটকে পড়া পাকিস্তানিরা ৷ কারণ পাকিস্তানি স্টুডেন্টদের সেখান থেকে দেশে ফেরাতে কোনওরকম ব্যবস্থা নেয়নি পাকিস্তান সরকার ৷
সোশ্যাল মিডিয়ায় তা পোস্টও করেন পাকিস্তানি ছাত্র-ছাত্রীরা ৷ তাদের বক্তব্য ছিল, ভারত সরকার যেখানে ইউহানে আটকে পড়া ভারতীয়দের জন্য এত কিছু করছে, সেখানে পাকিস্তানি সরকার হাত গুটিয়ে বসে ! কোনও ইচ্ছেই নেই অসহায় ছাত্র-ছাত্রীদের উদ্ধার করতে সেখান থেকে ৷ পাকিস্তান সরকারের পক্ষ থেকে ইউহানে কোনও বিশেষ বিমানও এখনও পর্যন্ত পাঠানো হয়নি ৷ আর ভবিষ্যতেও কোনও বিমান না পাঠানোরই সম্ভাবনা বেশি ৷ তবে এ ব্যাপারে পাকিস্তানকে সাহায্য করতে এগিয়ে এসেছে ভারত সরকার ৷
ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেছেন, ‘পাকিস্তান সরকার যদি চায় এবং অনুমতি দেয় তাহলে ভারতও পাকিস্তানি পড়ুয়া ও নাগরিকদের উদ্ধার করে নিয়ে আসতে পারে। এজন্য ভারতের কোনও অসুবিধা হবে না। শুধু পাকিস্তানকে সদিচ্ছা দেখাতে হবে যে তারা নিজেদের নাগরিক ও পড়ুয়াদের উদ্ধার করে আনতে চায় চিন থেকে। পাকিস্তান অনুরোধ পাঠালেই ভারত পাক নাগরিকদের উদ্ধার করে আনবে। ভারত নিজেদের নাগরিক ও পড়ুয়াদের উদ্ধারের পাশাপাশি মলদ্বীপ, নেপাল ও বাংলাদেশের নাগরিকদেও উদ্ধার করে এনেছে। বিপন্ন প্রতিবেশীদের পাশে থাকাটা ভারতের দায়িত্ব বলেই মনে করেছে। পাকিস্তানের ক্ষেত্রেও তার অন্যথা হবে না। কিন্তু পাকিস্তানকেই ঠিক করতে হবে তারা নিজেদের নাগরিকদের ফেরাতে চায় কি না।”
কিছুদিন আগেই মলদ্বীপের ৭ জন বাসিন্দা-সহ ৩২৪ জন ভারতীয়কে ইউহান থেকে দিল্লিতে নিয়ে আসে এয়ার ইন্ডিয়ার বিশেষ বোয়িং-৭৪৭ ‘জাম্বো জেট’ ৷