করোনা আতঙ্কে পুরো দেশ এখন কম্পমান। স্বভাবতই মানুষ এখন খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে ভয় পাচ্ছে। স্বাভাবিকভাবেই সব পরিবহন ক্ষেত্রেই যাত্রী সংখ্যা কমেছে। ভারতীয় রেলও এই প্রভাবের বাইরে নয়। যাত্রী সংখ্যা কমার সাথে সাথে অনেক দুরপাল্লার ট্রেন বাতিল হয়েছে। এছাড়াও অনেক দুরপাল্লার ট্রেন সময়সূচী বদলও করেছে।  যাত্রী সংখ্যা নিয়ন্ত্রনের জন্য রেলের তরফ থেকে ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। 

 

অন্তত ৭৬ট্রি দূরপাল্লার ট্রেনের সময়সূচি পরিবর্তন করল রেল৷ অনেক ট্রেন যেমন কমিয়ে দেওয়া হয়েছে, সেরকমই বেশ কিছু ট্রেনের চলাচল বন্ধও রাখা হয়েছে৷ একই সঙ্গে রেল স্টেশনগুলিতে ভিড় কমাতে আরও বড় পদক্ষেপ করেছে রেল৷ গুরুত্বপূর্ণ সমস্ত স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের দাম একধাক্কায় ১০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫০ টাকা৷ বিভিন্ন ডিভিশনাল েরলওয়ে ম্যানেজারকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে৷

 

এমনিতেই প্রয়োজন ছাড়া ট্রেনে সফর না করার পরামর্শই দিচ্ছে রেল৷ ট্রেন যাত্রার আগে জ্বর আছে কিনা তা পরীক্ষা করে নেওয়ার অনুরোধ করা হচ্ছে যাত্রীদের৷ রেল কর্তারা জানাচ্ছেন, করোনা আতঙ্কে গত কয়েকদিনে টিকিট বাতিলের পরিমাণ ১৭ থেকে ৩০ শতাংশ বেড়েছে৷ মধ্য রেল ইতিমধ্যেই ২৩টি ট্রেন হয় বাতিল করেছে নয়তো সেগুলির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে৷ ১৭টি ট্রেনের ক্ষেত্রে একই পদক্ষেপ করেছে দক্ষিণ রেলও৷ যে ট্রেনগুলি বুধবার থেকে বাতিল থাকছে তার মধ্যে রয়েছে হাওড়া- মুম্বাই দুরন্ত এক্সপ্রেসও৷

 

Find out more: